1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাত করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ২ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাত করার অপচেষ্টার প্রতিবাদে সম্মেলন করেছে ভুক্তভোগিরা।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাব শ্রীবরদী’র অস্থায়ী কার্যালয়ে মৃত বীর মুক্তিযোদ্ধার দুই মেয়ে ইরানী ও লাকী আক্তার সহোদর ভাই মঞ্জুরল ইসলাম ওরফে মঞ্জুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ইরানী ও লাকী আক্তার বলেন, আমার মাতা মোছাঃ মনোয়ারা বেগমের নামে সাব কবলা দলিল মূলে শ্রীবরদী পৌরসভার পোরাগড় বাজারে মেইন রোড সংলগ্ন ২০ শতাংশ জমি রয়েছে। সেখানে ৪টি দোকান ঘর ও হাফ বিল্ডিং বসত ঘর রয়েছে। গত ১ জানুয়ারী ২০১৯ সালে আমার মা মনোয়ারা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর প্রায় ১০ মাস পর ১৩ নভেম্বর ২০১৯ সালে হেবা ঘোষণার মাধ্যমে আমাদের সহোদর ভাই মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রতারণা করে শ্রীবরদী সাব রেজিস্ট্রি অফিসে নিজ নামে দলিল রেজিস্ট্রি করে। যাহার দলিল নং-৫৬৪৭। এ নিয়ে আমরা দুই বোন সুবিচারের প্রত্যাশায় বিজ্ঞ সিআর আমলি আদালতে দলিল গ্রহিতা মঞ্জুসহ ৫ জনের নাম উল্লেখ করে  মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাথে কথা বলতে বাড়িতে গেলে অসুস্থতার কারণে কথা বলতে পারেননি। তবে মঞ্জুর স্ত্রী মর্জিনা বেগম জানান, আমরা তাদের আপোষ-মীমাংসার করার জন্য আসতে বলছিলাম। কিন্তু তাড়া আসেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!