নকলা (শেরপুর) : নকলায় গোপনে প্রতিবেশি ভাতিজির গোসলের ছবি তুলে ব্লেকমেইল করে অবৈধ সম্পর্কে গড়ে পঞ্চশ শ্রেণির স্কুলছাত্রীকে ৩ মাসের অন্তঃসত্তা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামে।
জানা যায়, স্কুলে যাওয়ার পথে প্রতিবেশি সম্পর্কে ভাতিঝি ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে প্রায় সময় কু-প্রস্তাবসহ নানান প্রলোভন দেখিয়ে আসছিল ডাকাতিয়াকান্দা গ্রামের ফারুক। এতে কোন কাজ না হলে গোপনে ওই স্কুলছাত্রীর গোসলের ছবি তুলেন ফারুক। পরে এই ছবি দেখিয়ে ব্লেকমেইল শুরু করে সে। কিছুদিন পর পারিবারিক দ্বন্দ্বে ফারুকের স্ত্রী পিতার বাড়ি চলে গেলে সেই সুযোগে ফারুক স্কুলছাত্রীর ছবি কাজে লাগিয়ে বিয়ে করার প্রলোভন দেয়। এরপর বিভিন্ন যায়গায় নিয়ে শারিরিক একাধিকবার সম্পর্ক করে।
গেল ১৩ এপ্রিল সোমবার ওই ছাত্রী শারিরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে সে ফারুকের নাম প্রকাশ করে। এরপর পরীক্ষা করলে স্কুলছাত্রী অন্তঃসত্তা বলে প্রমাণিত হয়।
স্কুলছাত্রীর পিতা আবেদ আলী জানান, আমাকে টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দিলেও আমি মানছি না। আমি এর উপযুক্ত বিচার চাই।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, এ ব্যাপারে কেউ যদি অভিযোগ করে তবে আমরা আইনগত ব্যবস্থা নিব।
– শফিউল আলম লাভলু