নালিতাবাড়ী (শেরপুর) : কয়েক দফায় বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়দের মানবিক সহায়তার প্রদানের পর এবার রাস্তায় চলন্ত রিকশা চালকদের মানবিক সহায়তা দিতে রাস্তায় দাড়ালেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শহরের আড়াইআনী চৌরাস্তা ও দক্ষিণ বাজার ডায়াবেটিক হাসপাতালের মোড়ে দাড়িয়ে তিনি আশপাশে থাকা ও চলন্ত রিকশা চালকদের মানবিক সহায়তা প্রদান করেন। কাউকে কোনকিছু বুঝতে না দিয়ে তিনি ও তার স্বেচ্ছাসেবকরা হুটহাট করে রিকশায় একটি ব্যাগ রেখে সেকেন্ডেই সরে যান। এসময় অনেকেই এও বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে। ব্যাগে রাখা সহায়তার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ইত্যাদি।