নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩নং রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল কর্মহীন-অসচ্ছলদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন মানবিক সহায়তা। স্বেচ্ছসেবকদের নিয়ে নিয়মিত বাড়ি বাড়ি ঘুরে সহায়তা প্রদান ছাড়াও করোনাভাইরাস সচেতনতায় কাজ করছেন তিনি।
এছাড়াও করোনা সচেতনতা গড়ে তোলতে ও অসহায়দের পাশ মানবিক সহায়তা সঠিকভাবে পৌছাতে স্থানীয় গন্যমান্য ও অন্যান্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করেছেন।
চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, জনসমাগম এড়াতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এসব সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে। এছাড়াও করোনা সচেতনতায় কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, করোনাভাইসের প্রভাবে অসহায়দের পাশে সরকারী এবং ব্যক্তি উদ্যোগে এ সহায়তা অব্যাহত থাকবে।