শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দুঃস্থ অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। “করোনা আতংক নয়, ঘরে থাকুন সুস্থ্য থাকুন” এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ, জুয়েল একাডেমিক স্কুল মাঠ ও নার্সারী মাঠে পৌর শহরের হতদরিদ্র, রিক্সা, ভ্যান, অটো ও সিএনজি চালক চার শত পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেছেন। তিনি পৌরসভাসহ পর্যায়ক্রমে উপজেলার দশটি ইউনিয়নে আরো আট শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবেন।
এসময় উপস্থিত ছিলেন- লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এ.জেড রোমান, জুয়েল একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ সাত্তার বাবু, ব্যবসায়ী এহছানুল হক মিনাল, সোহেল, সাইফুল ইসলাম সুমন, আসাদুজ্জামান, আরিফুল ইসলাম ও নিরব হাসান এলাহী প্রমুখ।
– ফরিদ আহম্মেদ রুবেল