কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের এক গৃহবধু (৪০) শুক্রবার ভোর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টার সময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগবন্ধু মন্ডল প্রশাসনের সহায়তায় মৃতের পরিবারসহ দুটি বাড়ির ১১ সদস্যকে লকডাউন করে দিয়েছে।
ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলো। গত তিন দিন আগে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক জানান, মৃত গৃহবধু করোনায় আক্রানÍ ছিলো কিনা তা নিশ্চিত না। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুয়ায়ী সম্পন্ন করা হয়।
– রাসেল কবির মুরাদ