কলাপাড়া (পটূয়াখালী) : কলাপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে সবজির বাজার চালু করেছে স্থানীয় ছাত্রলীগ।
গতকাল শুক্রবার সকাল থেকে সরকারি এম বি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের উদ্যোগে পৌর শহরের মাদ্রাসা রোডে এ বাজার বসানো হয়। আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেড়শ, পুই শাক, কাঁচা মরিচ, করোলাসহ ১০ প্রকার সবজি রাখা হয় এই বাজারে।
উদ্যোক্তারা জানান, প্রথমদিন বিনামূল্যে প্রায় দুই শতাধিক পরিবার তাদের চাহিদা মত সবজি নিয়েছে। এই ফ্রি সবজি বাজার সপ্তাহের শুক্র ও রবিবার খোলা থাকবে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত চালু থাকবে বলে তারা জানান।
– রাসেল কবির মুরাদ