1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

পুলিশের উপ-মহাপরিদর্শকের পুরোহিত্যে পিতা-মাতার পা ধুইয়ে পূজা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : এবার পুলিশের উপ-মহাপরিদর্শকের পুরোহিত্যে মা-বাবার পা ধুয়ে পূজা-অর্চনা করলেন দুই শতাধিক সন্তান।

শুক্রবার (২৫ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার পুরোহিত্য করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। এসময় নানা উপাচার দিয়ে পিতা-মাতার পা ধুইয়ে পূজা করেন প্রায় দুই শতাধিক সন্তান।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, বর্তমান সময়ে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বৃদ্ধি পাচ্ছে। পিতা-মাতাকে পূজা করার মাধ্যমে পিতা-মাতার সাথে সন্তানের ভিন্ন এক সম্পর্ক সৃষ্টি হবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এ কার্যক্রম করার ইচ্ছা রয়েছে।

তিনি আরও বলেন, সার্বজনীনভাবে সকল ধর্মের পিতা-মাতাকে আরাধনা করার কোন প্রক্রিয়া করা গেলে আরও ভালো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com