ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত সহযোগী মোশারফকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।
র্যাব জানায়, পশ্চিম মানিককুড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আলীর কন্যা তৃতীয় শ্রেীণির শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে কৌশলে গোয়াল ঘরে নিয়ে যায় মোশারফ। ওই গোয়াল ঘরে আগে থেকেই অপেক্ষায় থাকা ঝিনাইগাতী বাজারের সিএনজি চালক আরাফাত ফয়সাল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির যোনীপথ ফেটে রক্তাক্ত হলে শিশুটি কান্নাকাটি শুরু করে। ফলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দিলে সে বাড়ি চলে যায় এবং ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে অসুস্থবোধ করার একপর্যায়ে মায়ের কাছে ঘটনা খোলে বলে। এসময় তাকে ফাকরাবাদ গ্রামের এক নার্সের কাছে নিয়ে সেলাই করানো হয়।
এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মোশারফের নেতৃত্বে কিছু লোক ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেয়। পরে ত্রিপল নাইনে ফোন করলে ঝিনাইগাতী থানা পুলিশ আরাফাত ফয়সালকে আটক করে ওই ঘটনায় মামলা দায়ের করে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে শুক্রবার সহযোগী মোশারফকে গ্রেফতারের দাবীতে স্থানীয় এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।