শ্রীবরদী (শেরপুর) : “কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে কৃষি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিস শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
এতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুল হাসান স্বাক্ষর’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান লোপা।
আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসে কর্মরত সকল কৃষি উপ-সহকারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।