নালিতাবাড়ী (শেরপুর) : জমির সীমানা নিয়ে বিরোধে রাস্তার পাশে সারিবদ্ধভাবে লাগানো গাছের চারা উধাও হয়ে গেছে। প্রতিপক্ষের লোকজন চারাগুলো মাটির নিচ থেকে কেটে গর্ত ভরাট করে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষক কুবেদ আলীর। যদিও প্রতিপক্ষ আব্দুর রউফ সীমানার বিরোধ স্বীকার করলেও গাছ কর্তনের বিষয়টি অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক কুবেদ আলী জানান, তার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের কাঁচা রাস্তায় উঠতে দীর্ঘদিন আগে কিছু জমি ক্রয় করে ব্যক্তিগত মাটির রাস্তা তৈরি করেন। ওই রাস্তার পাশেই আব্দুর রউফ নামে আরেক কৃষকের জমি থাকায় রাস্তার একটি অংশে সীমানা নিয়ে উভয়পক্ষে বিরোধ বাধে। এ বিরোধ স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পর্যন্ত গড়ায়।
এলাকাবাসী জানান, কুবেদ আলী রাস্তার পাশে সারিবদ্ধভাবে বেশকিছু আকাশমনি গাছের চারা রোপন করে প্রায় দুই বছর আগে। কিন্তু বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় ২২টি গাছের চারা উধাও হয়ে যায়। চারাগুলো গর্ত খুঁড়ে মাটির নিচে কেটে দিয়ে ওই গর্ত মাটি ভরাট করে চিহ্ন মুছে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয়রা জানান, সীমানা নিয়ে বিরোধ থাকায় গাছের চারাগুলো নিয়ে শুরু থেকেই আব্দুর রউফ আপত্তি জানিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, তিনিই এ চারাগুলো কেটে চিহ্ন মুছে ফেলেছেন।
ক্ষতিগ্রস্থ কুবেদ আলী ও তার স্ত্রী অজুফা জানান, আব্দুর রউফ প্রকাশ্যে চারাগুলো কেটে ফেলার হুমকি দিয়েছিল। কাজেই এ কাজ সে ছাড়া আর কেউ করবে না। তাছাড়া আমার সাথে আর কারও শত্রুতাও নেই যে, অন্য কেউ এ কাজ করবে।
তবে সীমানা নিয়ে বিরোধের কথা স্বীকার করলেও গাছের চারা কাটার বিষয়টি অস্বীকার করেছেন আব্দুর রউফ। এসময় তিনি ওই এলাকায় তার পরিবার নিয়ে একা থাকেন এবং নিরীহ বলেও দাবী করেন।