1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

জামালপুরে এসডিজি ও এনআইএস বাস্তবায়নে টিআইবি’র দিনব্যাপী কর্মসূচি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

জামালপুর: জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকশই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে টিআইবি’র সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার উদ্দেশ্যে গঠিত একটিভ সিটিজেন্স গ্রুপের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির শুরুতে টিআইবির সনাক ও ইয়েস সদস্যদের নিয়ে এনআইএস ও এসডিজি বাস্তবায়নে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করেন সিভিক অ্যানেগজেমন্ট বিভাগের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।

জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমাদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণে আলোচনা করা হয়, কিভাবে শুদ্ধাচারের মাধ্যমে টেকশই উন্নয়নের লক্ষমাত্রার দিকে এগিয়ে যেতে সনাক ও ইয়েস ভূমিকা পালন করতে পারে বিশেষ করে অভিষ্ট ১৬ এর মাধ্যমে সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাপুর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ।

বিকেলে জামালপুরের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি খাতে গঠিত একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অজয় কুমার পাল। সভায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা তাদের বিভিন্ন অর্জন ও সাফল্য তুলে ধরেন এবং এসিজি সদস্যরা তাদের কর্মকালীন অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন।

দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com