নালিতাবাড়ী (শেরপুর): গাঁজা সেবন করতে গিয়ে বাক-বিতন্ডার জেরে সহকর্মী শ্রমিকের আঘাতে নিহত হন অটোরাইচমিল নির্মাণ শ্রমিক লিটন মুরমু।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মোনালিসা বেগম তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত শুক্রবার (২৫ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার রাণীগাঁও গ্রামে সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন সম্প্রসারিত অটোরাইস মিলের সাইলো থেকে লিটন মুরমু নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন দিনাজপুর জেলার কাহারোল থানার বিক্রমপুর গ্রামের মৃৃত কান্দেলা মুরমুর ছেলে। সে সেতু এগ্রো ইন্ড্রাস্ট্রিজের সম্প্রসারিত অংশে শ্রমিকের কাজ করছিল। পরদিন শনিবার ওই ঘটনায় লিটন মুরমুর বড় ভাই বাবলু মুরমু বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে থানা পুলিশ গত সোমবার (২৮ আগস্ট) নিহত লিটনের সহকর্মী অপর শ্রমিক দিনাজপুরের বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মোজাফফর আলীর ছেলে রাকিবুল ইসলামকে (১৯) সন্দেহজনকভাবে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত রাকিব সহকর্র্মী লিটনকে হত্যার কথা স্বীকার করে।
এসময় সে জানায়, কর্মরত সাথের অপর ৪ শ্রমিক রাতের খাবার খেয়ে ভাড়া বাড়ি ফিরে গেলেও লিটন ও রাকিব রয়ে যায়। পরে নির্মাণাধীন মিলের সাইলোর নিচে বসে দুজনই গাঁজা সেবন করে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিটন অশ্লীল গালিগালাজ করলে রাকিব ক্ষিপ্ত হয়ে পাশে থাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে লিটনের মাথার পিছনে সজোরে আঘাতে হত্যা করে। এতে ঘটনাস্থলেই লিটন মারা গেলে তার সঙ্গে থাকা ৩ হাজার ৭শ টাকাসহ মানিব্যাগ নিয়ে লোহার এঙ্গেল পাশের পুকুরে ফেলে দিয়ে চলে আসে।
এদিকে মঙ্গলবার বিকেলে অভিযুক্ত রাকিব সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।