নালিতাবাড়ী (শেরপুর) : অনুমোদন ব্যতীত এবং নন-স্ট্যান্ডার্ট ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাপের চেয়ে কম পরিমাণে জ্বালানী তেল বিক্রির অপরাধে চার মিনি পাম্প মালিককে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এসময় বিএসটিআই এর পরিদর্শক খেলা রাণী করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- শহরের গড়কান্দা মহল্লার জোনাব আলী ওয়েল স্টোর ও মেসার্স অপু ট্রেডার্স এবং শহরের আড়াইআনী বাজারের তুষার এন্টারপ্রাইজ ও এফইউ ট্রেডার্স। এরমধ্যে জোনাব আলী ওয়েল স্টোর প্রতি দশ লিটারে ৫শ গ্রাম বা আধা লিটার, অপু ট্রেডার্স ৩৫০ গ্রাম, তুষার এন্টারপ্রাইজে ৫৫০ গ্রাম এবং এফইউ ট্রেডার্স ১৫০ গ্রাম করে জ¦ালানী তেল গ্রাহকদের কম দেয় বলে প্রমাণিত হয়।
দীর্ঘদিন যাবত এসব প্রতিষ্ঠান পরিমাপে কম দেওয়ার পাশাপাশি তুষার এন্টারপাইজ অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযানকালে কালিনগর বাইপাসের জ্বালানী তেল ব্যবসায়ী ভাই ভাই ট্রেডার্স দোকান বন্ধ করে পালিয়ে যায়।