1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা ইসলামী ব্যাংকের সেই এমডি এখনো বহাল তবিয়তে ডিসি নিয়োগে নতুন ফিটলিস্ট হচ্ছে, আসছে দুই স্তরের পদোন্নতি নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর-২ আসন: আ’লীগে মতিয়ার বিকল্প নেই, বিএনপিতে প্রার্থীতা নিয়ে অনিশ্চয়তা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মনিরুল ইসলাম মনির : রাজনৈতিক সচেতন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রার্থীতা জানান দিয়েছেন। যদিও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা নেই বললেই চলে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক মাঠ চষে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। নালিতাবাড়ী উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু নিজে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি প্রচারণায় নেমেছেন। তবে এ আসন থেকে মতিয়া চৌধুরীই শেষ কথা। সবশেষে মতিয়া চৌধুরীই হচ্ছেন আওয়ামী লীগের কাণ্ডারী এমনটাই নিশ্চিত। তিনিও সংসদ নির্বাচন সামনে রেখে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই সংসদীয় আসনের দুই উপজেলার কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে তিনি দফায় দফায় কয়েক কোটি টাকার শিক্ষা প্রণোদনা বিতরণ করেছেন। পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গত প্রায় পচিশ বছরে করেছেন বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন।

বিএনপি থেকে এ আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের খুব একটা প্রচারণা বা কোন ধরণের এক্টিভিটি চোখে পড়ে না। এমনকি মামলা-মোকদ্দমার ভয়ে অনেকটা অভিভাবক শুন্য এ দলটির নেতাকর্মীরা স্থানীয়ভাবে তেমন কোন রাজনৈতিক কর্মসূচীও পালন করেন না। কেউ কেউ জেলার কর্মসূচীতে অংশ নেন। তদুপরি সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশকিছু কার্যক্রম ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান, জাপান প্রবাসী বিএনপি সমর্থিত বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী এবং নালিতাবাড়ী শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি। এছাড়াও অনেকেই সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর স্ত্রী ফরিদা চৌধুরী এবং তার ছেলে ফাহিম চৌধুরীর নাম প্রকাশ করলেও কার্যত তারা একেবারেই মাঠের বাইরে।

এদিকে জাতীয় পার্টি থেকে এখনো পর্যন্ত কোন উল্লেখযোগ্য প্রার্থীর প্রচারণা লক্ষ্য করা যায়নি। বলাচলে, অনেকটাই অকার্যকর এখানকার জাতীয় পার্টির রাজনীতি। এরমধ্যেও এ্যাডভোকেট ইউসুফ আলী এ আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হিসেবে ইতিমধ্যেই দু’জনের নাম উঠে এসেছে। তারা হলেন- বাংলাদেশ ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর ও উপজেলা শাখার ওলামা কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের মধ্যে একজন হাতপাখা প্রতীক নিয়ে অংশ নিতে যাচ্ছেন। দুই উপজেলা মিলিয়ে সংসদীয় এ আসনে তাদের অনুসারীর সংখ্যাও যথেষ্ট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, শুধু ভোট এলেই নয়, সারা বছরই আমি নির্বাচন করি। আমার উপর ভোটাদের আস্থা রয়েছে, ভবিষ্যতেও থাকবে। অন্য কেউ দলীয় মনোনয়ন প্রত্যাশি হলে সে বিষয়ে আমার কিছু বলার নেই।

এসময় তিনি তার সময়ে এবং তার প্রচেষ্টায় বাস্তবায়িত নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা ইকোপার্ক, ভোগাই রাবার ড্যাম, কর্মজীবি মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার, বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, মরিচপুরান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও আলুবীজ হিমাগারসহ উল্লেখযোগ্য উন্নয়নের কথা তুলে ধরে বলেন, এলাকার উন্নয়নে যখন যা প্রয়োজন তা করেছি এবং করব।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য, সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক বলেন, দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমার শতভাগ আস্থা রয়েছে এবং আমি বিজয়ী হব।

কেন ভোটাররা আপনাকে ভোট দেবে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তাই কর্মসংস্থান সৃষ্টি ও যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রেল লাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজ প্রতিষ্ঠা এবং পর্যটন কেন্দ্রসহ ৬০টি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি।
অনেকেই বলে আপনি নির্বাচিত হলে আপনার আত্মীয়-স্বজনদের প্রভাব বেড়ে যাবে এবং সাধারণ মানুষ নিগৃহীত হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৬ বছর ধরে সরকারের কাজ করছি। কে কি করতে পারে এ সম্পর্কে ধারণা রয়েছে। কাজেই সেগুলো নিয়ন্ত্রণ করার সামর্থ ও যোগ্যতা আমার রয়েছে।

নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকেছদুর রহমান লেবু বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি হয়েছিলাম, এবারও হব। আশাকরি, সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন। এসময় তিনি দলীয় যে কোন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজ করার ইচ্ছাও পোষণ করেন।

অন্যদিকে নিউইয়র্ক বিএনপি’র নেতা এবং নিউইয়র্ক প্রবাসী ইলিয়াস খান জানান, সাবেক এমপি ও হুইপ জাহেদ আলী চৌধুরীর মৃত্যুর পর নকলা ও নালিতাবাড়ী বিএনপি’র নেতাকর্মীরা অভিভাবক শুন্য হয়ে পড়েন। এমতাবস্থায় তাদের আপদে-বিপদে, সুদিনে-দুর্দিনে আমি সবসময় পাশে থেকেছি এবং তাদের নিয়ে সেখানে দলীয় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছি। সে কারণেই আমি মনে করি, দলের নেতাকর্মীরা আমাকে সমর্থন দেবেন এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন।

বিএনপি সমর্থিত জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবত নকলা এবং নালিতাবাড়ী বিএনপি’র নেতাকর্মীরা অভিভাবক শুন্য। মামলা-মোকদ্দমা মোকাবেলা থেকে শুরু করে করোনাকালীন সহায়তা, সবধরণের কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের পাশে রয়েছি। দলের অধিকাংশ নেতাকর্মী আমাকে সমর্থন করেন। আমি একজন ব্যবসায়ী। দলকে ভালোবাসি, দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। সেক্ষেত্রে দল যদি আমাকে যোগ্য মনে করে, অবশ্যই দল আমাকে মূল্যায়ান করবে। দলের জন্য, দেশের জন্য কাজ করাটাই আমার উদ্দেশ্য।

নালিতাবাড়ী শহর বিএনপি’র আহবায়ক এবং সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, আমাদের অভিভাবক জাহেদ আলী চৌধুরীর মৃত্যুর পর আমরা অভিভাবকহীন। দুঃসময়ে আমি দলের জন্য ত্যাগ স্বীকার করে যাচ্ছি। ইতিমধ্যেই যারা প্রার্থী হয়েছেন তাদের কেউ জাপান প্রবাসী কেউ বা অন্য জেলার বাসিন্দা এবং নিউইয়র্ক প্রবাসী। আমি স্থানীয় ছেলে এবং স্থানীয়ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন দিলে জনগণের ভোটে বিজয়ী হব।

তবে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আদৌ অংশ নেবে কি না সে সিদ্ধান্তের উপর নিজেদের অবিচল থাকার কথা জানান।
ইসলামী আন্দোলন নাীলতাবাড়ী উপজেলা শাখার শাখার ওলামা কল্যাণ সম্পাদক ও শহর শাখার সহসভাপতি আব্দুল্লাহ আল কায়েশ বলেন, কেন্দ্র থেকে আমাদের দু’জনকে ডেকে সাক্ষাতকার নেওয়া হয়েছে। কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে কাজ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com