1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ছোট ভাইয়ের পরীক্ষা দিতে গিয়ে বড় ভাই শ্রীঘরে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ছোট ভাইয়ের এইচ.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন বড় ভাই হৃদয় হাসান রাজু ওরফে রাজু মিয়া (২২)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। একই সঙ্গে তাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়। সাজাপ্রাপ্ত রাজু মিয়া উপজেলার ধাতুয়া আড়ালেকান্দা গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা চলছিলো। এসময় শিক্ষাথর্ী সিরাজুল ইসলাম সাজুর পরিবর্তে পরীক্ষায় বসেন বড় ভাই হৃদয় হাসন রাজু ওরফে রাজু মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। ঘটনার সত্যতা পাওয়ায় প্রক্সি দেওয়ার অপরাধে রাজু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ওই কেন্দ্রের ট্যাগ অফিসার মোশারফ হোসেন, কেন্দ্র সচিব বিথী আক্তার, হল সুপার সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই শিক্ষাথীকে শেরপুর কোর্টে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। এঘটনায় তাকে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com