নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অবৈধভাব আনা ভারতীয় ৮৯ বস্তা চিনিসহ ২জনকে আটক করেছে র্যাব সদর দপ্তর ময়মনসিংহ। আটককৃতরা হলো- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জড়িফাপাড়া এলাকার শাহাবদ্দিনের ছেলে আনিছুজ্জামান (৪০) ও শেরপুরের নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকার সুরুজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৯)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে র্যাব।
নকলা থানা পুলিশ জানায়, আটক আনিছুজ্জামান বৃহস্পতিবার রাতে পিকআপ যোগে নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৮৯ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে র্যাব সদর দপ্তর ময়মনসিংহের একটি দল গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনি বোঝাই পিকআপটিকে জব্দ করে। এসময় পিকআপ চালক সিরাজুল ও চিনি ব্যবসায়ী আনিছুজ্জামানকে আটক করে নকলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নকলা থানার পুলিশ পরিদর্শক ইস্কান্দার হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।