1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

ইকোপার্কে বেড়াতে আসা কলেজছাত্র রাজ্জাক হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজু ৮ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসা শেরপুরের কলেজছাত্র রাজ্জাক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাজু আহম্মেদ ওরফে খোকনকে (৩০) গ্রেফতার করে পুলিশে দিয়েছে র‌্যাব।

চাঞ্চল্যকর ওই মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ৮ বছর আত্মগোপনে থাকার পর রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব জানায়, কলেজ ছাত্র নিহত আব্দুর রাজ্জাক (২০) শেরপুর সদর উপজেলার যোগনীমুড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী সকালে রাজ্জাক ও তার সহপাঠিরা মিলে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসেন। বিকেলে সাজাপ্রাপ্ত সাজুসহ কয়েকজন ছিনতাইকারী মিলে লাল পাহাড় ও ঝর্ণা দেখানোর কথা বলে রাজ্জাক ও তার দুই সহপাঠিকে ডেকে ইকোপার্ক এলাকা থেকে বের করে বুরুঙ্গা কালাপানি লাল পাহাড়ের গহীনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অস্ত্রের মুখে কলেজ ছাত্র রাজ্জাকের সাথে থাকা স্মার্ট ফোন কেড়ে নিতে চাইলে রাজ্জাক প্রতিবাদ করে। এতে সাজু রাজ্জাকের বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতের ফলে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্য দুই সহপাঠিকে আহত করা হলে তারা চিৎকার করে পাহাড়ের গহীন থেকে বেড়িয়ে আসেন। এ সুযোগে অভিযুক্তরা পালিয়ে যায়।

এদিকে স্থানীয় লোকজন প্রথমে আহত দুইজনকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে প্রেরণ করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত রাজ্জাকের পিতা বাদী হয়ে ৭-৮ জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১লা এপ্রিল নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাজু আহম্মেদ ওরফে খোকনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। রায়ের পর দণ্ডপ্রাপ্ত সাজু আহম্মেদ ৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে গার্মেন্টে কাজ করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com