বান্দরবান : করোনা সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় বান্দরবানে গৃহবন্ধী অসহায় কর্মহীন ও দরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান রাজারমাঠে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে অবস্থানরত দুঃস্থ ও অসহায় ৫ হাজার পরিবারকে বিতরণের জন্য এই ত্রাণ সহায়তা গ্রহণ করে বান্দরবান পৌর ওয়ার্ডের কাউন্সিলরগণ। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরোয়ার, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে পার্বত্য মন্ত্রী বান্দরবান জেলার সাতটি উপজেলা ও ৩৩টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিন পার্বত্য জেলার জেলা পরিষদকে নগদ দেড় কোটি টাকা ও ৬০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেন।
এদিকে জেলাপ্রশাসনের পক্ষ থেকে ৫১৮ টন চাল ও নগদ ৩৪ লাখ টাকা সাতটি উপজেলায় বণ্টন করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবান পরিবার করোনা স্বেচ্ছাসেবক গ্রুপ একমুঠো অন্ন জোগাড় সংগঠন ছাড়াও ব্যক্তিউদ্যোগে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বান্দরবানে এখন পর্যন্ত একজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।
– এন এ জাকির