ঝিনাইগাতি (শেরপুর) : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দশদিন লড়াই করে রোববার (১৯ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। এরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চালক মাফাজ উদ্দিন (৩৬) ও মানিককুড়া গ্রামের বোরহান উদ্দিন (৩৮)।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নমুনা পরীক্ষায় গত ১৯ এপ্রিল এ দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। এরপর তাদের শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনাভাইরাস নেগেটিভ আসে। ফলে রোববার দুপুরে তারা জেলা স্বাস্থ্য বিভাগের সনদ নিয়ে বাড়ি ফেরেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেন জেলায় প্রথম করোনা আক্রান্ত দুই নারী। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরেন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ২ শ্রেণির এক শিক্ষার্থী। এ নিয়ে জেলায় করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫জন। এখনও পর্যন্ত (১৮ এপ্রিল) মোট শনাক্ত হয়েছেন ১৫ জন।