নালিতাবাড়ী (শেরপুর) : করোনা পরিস্থিতির কারণে কর্মহীন গারো সম্প্রদায়ের মানুষের মাঝে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে (১৯ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামে তার পক্ষে এ সহায়তা প্রদান করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক।
করোনা পরিস্থিতির কারণে কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা গ্রামের কর্মহীন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গারো সম্প্রদায়ের মানুষ অর্থকষ্টে পড়ে যান। বিষয়টি উপজেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জামিনা বেগমের নজরে এলে তিনি হাজী মোশারফকে বিষয়টি অবগত করেন। এরই প্রেক্ষিতে ওই গ্রামের পঁচিশ পরিবারের জন্য ২শ করে টাকা পাঠান হাজী মোশারফ। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক লাল মোহাম্মদ, সদস্য সচিব মঞ্জুরুল আহসান, আদিবাসী নেতা অভিজিৎ সাংমা, জাসদ শহর কমিটির সাধারণ সম্পাদক আজিনুর রহমান ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে হাজী মোশারফ উপজেলা হোটেল শ্রমিকদের মাঝে আটা ও উপজেলা বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।