নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের উদ্যোগে উপজেলার খরখরিয়াকান্দা গ্রামে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ধারাবাহিক মানবিক সহায়তার অংশ হিসেবে রোববার (১৯ এপ্রিল) রাতে খরখরিয়াকান্দা মাদরাসায় স্থানীয় ৬৭টি কর্মহীন-অসচ্ছল পরিবারে মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল ও ৫ কেজি আটা। এসময় আলহাজ্ব আমিনুল ইসলাম ছাড়াও সহকারী শিক্ষক নাজমুল হক, ইউপি সদস্য হামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক সা’দ আল জুনাইদ, ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।