নালিতাবাড়ী (শেরপুর) : প্রাণঘাতি করোনার সাথে টানা পাঁচদিন যুদ্ধ করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেলেন নালিতাবাড়ী শহরের কামারপট্টি মহল্লার বাসিন্দা এরফান আলী (৬০)। তিনি ঢাকার বাবু বাজারে ওষুধের ব্যবসা করতেন। তার বাবা কামারপট্টি মহল্লার মনসুর আহমেদ ওরফে মুন্সি মিয়ার ছেলে ও মরহুম শাহজাহানের (শাহজাহান ফার্ণিচার) ভাই।
স্বজনেরা জানান, এরফান আলী সর্দি ও জর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে স্থানান্তরিত করা হয়। দুইদিন আগে থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় এবং ডায়াবেটিস ১৮ এর উপরে চলে যাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজ (২০ এপ্রিল সোমবার) ভোর ৪টায় তিনি মারা যান।