নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জেনারেল ফার্মাসিউটিক্যালস এর এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করোনায় আক্রান্ত হয়েছেন। সাবিদ উল্লাহ নামে ওই রিপ্রেজেন্টেটিভ বর্তমানে তার নিজ জেলা জামালপুর মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি মেসে ভাড়ায় থেকে তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ১৫ এপ্রিল একই মেসে থাকা সজীব সূত্রধর নামে ব্র্যাক এর যক্ষ্ণা প্রকল্পের মাঠ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এরপর ওই মেস, আশপাশের ত্রিশ বাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংলগ্ন সড়ক লকডাউন ঘোষণা করে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন স্থানীয় প্রশাসন। এরপর রিপ্রেজেন্টেটিভ সাবিদ উল্লাহ জামালপুরস্থ বাড়ি গিয়ে স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য পাঠালে ১৮ এপ্রিল তার দেহে করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। তবে তার শরীরে করোনার কোন লক্ষ্যণ ছিল না বলে বাংলার কাগজকে জানান তিনি।