নালিতাবাড়ী (শেরপুর) : করোনার প্রভাবে কর্মহীন হয়ে অর্থকষ্টে পড়া প্রায় চার’শ নারী চাতাল শ্রমিক মানবিক সহায়তা পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ীর শহরের ছাবিনা মিনি অটো রাইচ মিল ও নলজোরা বাজারস্থ হৃদয় চালকল প্রাঙ্গনে পৃথকভাবে স্থানীয় ‘চালকল মালিক সমিতি’র পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিজন নারী চাতাল শ্রমিকের হাতে এসময় নগদ ২শ করে টাকা প্রদান করা হয়। টাকা প্রদানকালে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, চালকল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সামাদ, চালকল মালিক, নুরুল আমীন, মোস্তাফিজুর রহমান মুকুল, ফালা মিয়া, হাসান আলী, হাজী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা আলী আশরাফ ভুইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।