1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

বান্দরবানে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বান্দরবান সরকারি কলেজের শেখ রাসেল অডিটোরিয়াম রুমে উপজেলা সহকারী কমিশনার নার্গিস সুলতানা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা সভাপতিত্বের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রোবায়েত শামীম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রোবায়েত শামীম চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

এ সময় একে একে পাঁচ বীর মুক্তিযুদ্ধো যুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা ও সম্মুখ যুদ্ধের নানা ঘটনাবলী তুলে ধরে স্মৃতিচারণ করেন। বীর মুক্তিযুদ্ধা মোঃ মনির আহম্মদ নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আমাদের যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। যুদ্ধকালীন সময়ে সম্মুখযুদ্ধে যাওয়ার আগে আমাদের মনোবল বাড়ার একমাত্র মন্ত্র ছিলো আমাদের জাতীয় সংগীত ও জয় বাংলা শ্লোগান।

অনুষ্ঠানের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক এরশাদ উদ্দিন, প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা মৃদুল সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা তারু মিয়াসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক কুইজে অংশগ্রহণ বিজয়ীদের মাঝে উপহার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মাহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধকালীন বীরত্বগাথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার লক্ষ্যে সারা বাংলাদেশর ৬৪ জেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com