বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় লামাখালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক্যানু মার্মা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিঁখোজ রয়েছে ক্য ক্য নু মার্মা (৪) নামের আরেক শিশু।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়াস্থ লামা খালে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজনের লাশ এখনো পাওয়া যায়নি বলে ফায়ার স্টেশনের ডুবুরি দল জানিয়েছেন। পানিতে ডুবে মৃত্যু শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়া এলাকার মংক্যহ্লা মার্মার মেয়ে এবং অপর শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে দুইজন খেলার ছলে বাড়ির পাশের লামাখালে গোসল করতে যায়। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ সময় ধরে বাড়িতে ফিরে না আসলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এসময় নদীর পাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। তখন স্বজনরা নদীতে খোঁজা শুরু করে। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫শ গজ নিচে নদী থেকে এক্যানু মার্মার লাশ উদ্ধার করে। অপরজনের লাশ উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। স্থানীয়দের সাথে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। সম্পর্কে শিশু দুইজন মামাতো ফুফাতো বোন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। তিনি বলেন, ইতিমধ্যে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, লামা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি টিম পানিতে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করছে।