1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী বরাদ্দের তালিকায় আছে, ঘর না পাওয়ার অভিযোগ পাঁচ পরিবারের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে সদর উপজেলা সুলয়ালক ইউনিয়ের ২নং কাইচতলী ওর্য়াডে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ন প্রকল্পের ঘর, সরকারি বরাদ্দের তালিকায় নাম আছে। এরপরও ভুক্তভুগিদের ঘর বুঝিয়ে না দেওয়া, উক্ত ঘরের বিনিময়ে অর্থ দাবী, সরকারি বিভিন্ন বরাদ্দ নিয়ে স্বজনপ্রিতি করারসহ নানা অপকর্মে জড়িত থাকা হত্যা মামলার এজহারভুক্ত আসামী স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন মেম্বারসহ কয়েকজন বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী পাঁচ পরিবার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রেসক্লাব সামনে মানববন্ধন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পাঁচ পরিবার। তারা হলেন- মৃত মোছাম্মদ ইসলাম খাতুন (বিধাব), আবদুল আলমের স্ত্রী-শারমিন আক্তার, মো: এরশাদ মিয়ার স্ত্রী-শামশুর নাহার, আলী আহম্মদের স্ত্রী মাবীয়া খাতুন (বিধাবা), আনোয়ার বেগমের স্বামী-রোত্তম আলী।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গরিব-অসহায় ভুমিহীনদের কথা মাথায় রেখে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে সরকারি ঘর বরাদ্দ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার, সুয়ালক ইউনিয়নের ২নং কাইচতলী ওয়ার্ডে আমরাও একটি করে ঘর বরাদ্দ পেয়েছি। কিন্তু আমাদের এলাকার ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বার মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরগুলো পেতে প্রত্যেকে ঘর বাবাদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা করে দিতে হবে ও সরকারি খাসে থাকা জায়গা ৪ (চার) শতক করে প্রতিজনকে নির্দিষ্ট মূল্যে তার কাজ থেকে ক্রয় করে নিতে হবে বলে জানান।

তারা বলেন, কিন্তু আমরা গরিব অসহায় মানুষ হওয়ায় অনেক চেষ্টা করার পরও তার দাবিকৃত অর্থগুলো দিতে পারি নাই। তাই তিনি সরকারের দেওয়া উক্ত ঘরগুলো দিতে অসম্মতি জানান। অতি সম্প্রতি আমরা জানতে পারি, উক্ত ঘরগুলো নিতে সরকারকে কোন ধরনের টাকা দিতে হয় না, বরং আমাদের মাথা গুঁজার ঠাঁ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি ঘরগুলো বিনামূল্যে দিয়েছেন। আমাদের মিথ্যা বলে ঘরগুলো অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে আমাদের ঠকিয়েছেন বলে ইউপি সদস্য জসিম উদ্দিন।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি প্রতিপক্ষের হিংসায় আর ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমি তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার বরাদ্দে ঘর দিয়েছি। ঘর পাইয়ে দিতে কোনরকম টাকা লেনদেন করেনি। একপক্ষ আমার ইমেজকে নষ্ট করতে পায়তারা চালাচ্ছে। তারা ঘরে ঢুকতে কেন অপরাগত করছে তা জানি না।

এ ব্যাপারে জানতে বান্দরবান সদর ৪নং ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, উপকার ভোগীদের ঘরগুলি বুঝিয়ে দিয়েছি। তারা সেখানে কি কারণে যাচ্ছে না এবং আজকে প্রেসক্লাবের সামনে কেন মানববন্ধন করেছেন তাও জানি না। তবুও এই বিষয়টি খতিয়ে দেখবো বলে জানান এই জনপ্রতিনিধি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com