শেরপুর: শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে অফিসের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ছারোয়ার হোসেন, পুলিশ সুপার মোনালিসা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহম্মেদ।
প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫ তলা বিশিষ্ট ফাউন্ডেশন ভবনটির মূল আয়তন ৮ হাজার ৮২৬ বর্গফুট। জেলার প্রায় ১৭ লাখ মানুষ এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সুবিধা পাবে।