1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

  • আপডেট টাইম :: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: বি‌রোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কা‌দেরের নির্দে‌শে দ্বাদশ সংসদ নির্বাচ‌নে অংশ নেওয়ার আনুষ্ঠা‌নিক ঘোষণা দি‌য়ে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বুধবার (২২ নভেম্বর) বিকে‌লে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা দেন তি‌নি।

মুজিবুল হক চুন্নু ব‌লেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলের প্রতিশ্রুতিতে বিশ্বাস ক‌রে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।

তি‌নি ব‌লেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের আশ্বস্ত করেছেন। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে পার্টি চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। কিন্তু আমরা নির্বাচনে যাব কী যাব না, তা ঘোষণা করা হয়নি। আমরা সবসময় বলেছি, আমরা একটি আস্থার পরিবেশ চাই। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবা‌বে মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কোন জোটে যাবে না। তিন শ’ আসনেই নির্বাচন করবে। দুপুর পর্যন্ত আমাদের প্রায় ১৪০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

‘আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এককভাবেই নির্বাচন করবো। আমরা কারও সাথে আসন সমঝোতায় যাব না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে, জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। গেল ৩৩ বছর দেশের মানুষ আমাদের শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করেছে। আমরা আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!