1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

জাতীয় পার্টিকে ২৬ আর ১৪ দলীয় জোটকে ৬টি আসন ছেড়ে দিয়েছে আ.লীগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: ঢাকা-১৮ আসনসহ জাতীয় পার্টিকে মোট ২৬টি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আর ১৪ দলীয় জোটের নেতাদের ৬টি আসন ছেড়ে দিয়েছে দলটি। এ আসনগুলোতে নৌকা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ। তবে স্বতন্ত্র প্রার্থী থাকবে।

রোববার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান আসন ছাড়ের তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া, ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেলকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. গোলাম মোস্তফা, নীলফামারীর-৪ আসনে আহসান আদেলুর রহমানকে ছেড়ে দিয়েছেন নৌকার জাকির হোসেন বাকুল, রংপুর-১ আসনে জাপার প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী রেজাউল করিম রাজু, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. জাফর আলী, গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে ছেড়ে দিয়েছেন আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে জাপা’র মো. আবদুর রশিদ সরকারকে ছেড়ে দিয়েছেন নৌকার মাহবুব আরা বেগম গিনি, বগুড়া-২ এ শরিফুল ইসলাম জিন্নাহকে ছেড়ে দিয়েছেন নৌকার তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ এ মো. নুরুল ইসলাম তালুকদারকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-২ আসনে জাপার প্রার্থী মো. আশরাফুজ্জামানকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আসাদুজ্জামান বাবু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদারকে ছেড়ে দিয়েছেন নৌকার আফজাল হোসেন, বরিশাল-৩ আসনে গোলাপ কিবরিয়া টিপুকে ছেড়ে দিয়েছেন নৌকার সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজমকে (রবি) ছেড়ে দিয়েছেন নৌকার মো. আশরাফুর রহমান, ময়মনসিংহ-৫ এ সালাউদ্দিন আহমেদকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আসনে জাপার ফখরুল ইমামকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ-৩ আসনে মোহাম্মদ মজিবুল হককে ছেড়ে দিয়েছেন নৌকার মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আসনে জাপার জহিরুল ইসলাম রুবেলকে ছেড়ে দিয়েছেন নৌকার আব্দুস সালাম, ঢাকা-১৮ এ শেরীফা কাদেরকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. হাবিব হাসান, হবিগঞ্জ-১ আসনে জাপার মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী ডাক্তার মো. মুশফিক হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার মো. আব্দুল হামিদকে ছেড়ে দিয়েছেন নৌকার শাহাজান আলম, ফেনী-৩ আসনে জাপার প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন আবুল বাশার, চট্টগ্রাম-৫ এ আনিসুল ইসলাম মাহমুদকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুস সালাম, চট্টগ্রাম-৮ আসনে মুহাম্মদ সোলায়মান আলম শেঠকে ছেড়ে দিয়েছেন নৌকার নোমান আল মাহমুদ।

এ ছাড়া, ১৪ দলীয় জোট নেতাদের ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ জাসদের সবাপতি হাসানুল হক ইনু, বরিশাল ২-তে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুর-২ এ জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর-৪ এ জাসদের মোশাররফ হোসেনকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!