1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নির্বাচন পদ্ধতি সংস্কারসহ জাপার ২৪ দফা নির্বাচনি ইশতেহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

ঢাকা: নির্বাচন পদ্ধতি সংস্কার, দুর্নী‌তি দমন ক‌মিশন‌কে প্রভাবমুক্ত রাখা, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, বেকার যুবকদের কর্মসংস্থান, কোরআন সুন্নাহবি‌রোধী আইন পাসসহ ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ঘোষণা করেন।

এ সময় দলের প্রেসি‌ডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাস‌চিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

জাপার ইশতেহারের যা আছে:

প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা।
ঢাকা থেকে ৫০ শতাংশ সদর দপ্তর স্থানান্তর করা।
নির্বাচন পদ্ধতি সংস্কার করা।
দুদককে সরকারি প্রভাব মুক্ত রাখা।
বিশেষ ক্ষমতা আইন বাতিল করা।
প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো।
কুরআন ও সুন্নাহবিরোধী আইন পাশ করবে না।
ইসলামিক কমিশন গঠন করা।
বিশ্ব ইজতেমার জন্য স্থানী জায়গার ব্যবস্থা করা।
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের আইন করা।
সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়, এই নীতি হবে দেশের আন্তর্জাতিক নীতি।

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে দলটি।

এবারের ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ প্রভৃতি বিষয় উঠে এসেছে। এছাড়াও দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে।

বি‌শেষ ক‌রে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান-মুদ্রানীতি-রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও অভিবাসন দল‌টির এবা‌রের নির্বাচ‌নে অন্যতম অ‌ঙ্গীকার।

গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে এরই মধ্যে ১৬টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com