1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবক খুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার: কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ২০ ঘণ্টার ব্যবধানে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুষ্কৃতিকারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে তাকে খুন করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত মো. হুজিত উল্লাহ (৩৪) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শামীম হোসেন বলেন, শনিবার বিকেলে হুজিত উল্লাহ ক্যাম্পের বাড়ি সংলগ্ন চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন। এক পর্যায়ে ৭/৮ জন মুখোশধারী অজ্ঞাত লোক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছু দূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য প্রথমে গুলি ছোড়ে। পরে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে।

ওসি বলেন, ‘কারা, কী কারণে এ খুন করেছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীরা এ খুনের ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!