1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

অর্থের বিনিময়ে দেন ভুয়া স্মার্ট কার্ড, ঘুরে বেড়ান আমেরিকা-ইউরো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
অপরাধ ও দুর্নীতি ডেস্ক : বিদেশ ভ্রমণ করাই যেন তাঁর নেশা। ২০১৭ সালের পর গত সাত বছরে বিশ্বের ৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। স্ত্রী-সন্তানদের সঙ্গী করে গেছেন পাঁচটি দেশে। সরকারি পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তার নিজ খরচে এই বিদেশভ্রমণের অর্থের উৎস নিয়ে উঠেছে প্রশ্ন।

অভিযোগ রয়েছে, ২০১৩ সালের ৩ জুন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অধীন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ৬০ হাজার টাকা বেতনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান মোহাম্মদ মামুন অর রশিদ।

অনুসন্ধানে আরো জানা গেছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অনুমতি নিয়ে মামুন অর রশিদ সৌদি আরব, আমেরিকা, লন্ডন, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে স্ত্রী রাজিয়া সুলতানা এবং ছেলে ও মেয়েকে নিয়ে ঘুরেছেন পাঁচটি দেশ। সর্বশেষ ওমরাহ পালনে সৌদি আরবে গেলেও তিনি অফিস থেকে বিদেশ গমনের জন্য ছুটি বা সরকারের অনুমতি নেননি, যা সরকারি নিয়োগবিধি পরিপন্থী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চলতি বছরের ২৯ মার্চ রাত ২টায় ডাব্লিউওয়াই ৩১৮ ফ্লাইটে ওমরাহর জন্য সৌদি আরবের মদিনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মামুন। পরে ৮ এপ্রিল রাত ২টা ৫১ মিনিটে ডাব্লিউওয়াই ৩১৭ ফ্লাইটে ঢাকায় ফেরেন। একই পাসপোর্ট ব্যবহার করে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর রাত ১টা ৬ মিনিটে ভিজিট ভিসায় কাতার এয়ারলাইনসের কিউআর ৬৩৯ ফ্লাইটে আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে ৬ অক্টোবর সকাল ৭টা ২৭ মিনিটে কিউআর ৬৩৪ ফ্লাইটযোগে ঢাকায় ফেরেন।

এ ছাড়া মামুন ২০২২ সালের ১৫ জুন সকাল ৯টা ৪৪ মিনিটে ভিজিট ভিসায় এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটযোগে লন্ডনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৬ জুলাই রাত ১২টা ১৮ মিনিটে একই এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটযোগে দুবাই হয়ে ঢাকায় অবতরণ করেন। ২০১৯ সালের ৭ অক্টোবর টার্কিশ এয়ারলাইনসে করে ভিজিট ভিসায় অস্ট্রিয়ায় যান।

একই বছরের ১৯ জুলাই ভিজিট ভিসায় মালয়েশিয়ান এয়ারলাইনসে এমএইচ ১৯৭ ফ্লাইটযোগে ১১টা ৫৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার সিউলের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ২৭ জুলাই ড্রাগন এয়ারলাইনসের কেএ ১১০ ফ্লাইটে হংকং হয়ে দেশে ফেরেন। তিনি ২০১৯ সালের ২২ মার্চ ভিজিট ভিসায় কলকাতার উদ্দেশে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন এবং ২৬ মার্চ একই এয়ারলাইনসের বিএস ২১৪ ফ্লাইটযোগে ব্যাঙ্কক হয়ে দেশে ফেরেন।

এদিকে মামুন ২০১৮ সালের ৭ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে ভিজিট ভিসায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০০৮৮ ফ্লাইটযোগে ব্যাঙ্ককের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ১৯ ডিসেম্বর একই এয়ারলাইনসের বিজি ০৮৭ ফ্লাইটযোগে কুয়ালালামপুর হয়ে দেশে ফেরেন। ২০১৮ সালের ৫ জুলাই ব্যাঙ্কক ও ২০১৭ সালের ১৩ জুন গ্রিসের এথেন্স ভ্রমণে যান তিনি।

অনুমতি না নিয়ে বিদেশে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, ‘আমাদের জিও (সরকারি অনুমতি) নিয়ে যে বিদেশ যেতে হয়, এটা আপনাকে কে শিখিয়েছে? কোথা থেকে জেনেছেন? আর আমি জিও নিয়ে বিদেশ যাই নাই। আপনার সমস্যা কী? আপনে কী করবেন, পারলে করেন।’

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য-প্রযুক্তি, গবেষণা ও পরিকল্পনা পরিচালক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘উনি (মামুন) ছুটি নিয়েছেন কি না, তা আমার জানা নেই। যেহেতু অভিযোগ উঠেছে, তাই অবশ্যই খোঁজ নেওয়া হবে।’

জানতে চাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান বলেন, ‘অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশভ্রমণের সুযোগ নেই। যদি অনুমতি ছাড়া কেউ বিদেশভ্রমণ করে থাকেন, সে ক্ষেত্রে অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। সরকারের নীতির বাইরে চললেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com