দিনাজপুর: দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দিন-রাত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ফলে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।