শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে লিচু বাগানের গাছ কেটে ফেলেছে দুবর্ৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলা ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া গ্রামে ঐ ঘটনা ঘটে। এসময় ঐ গ্রামের সাবেক চেয়ারম্যান জহুরুল হক মজনু’র ১৮টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার উপযুক্ত বিচার চান ভুক্তভোগী মজনু।
মঙ্গলবার দেখা যায়, ফল ধরার উপযোগি ১৬টি লিচু গাছ ও ২টি সাজনা গাছ কে বা কারা রাতের আধারে কেটে রেখে গেছে।
ক্ষতিগ্রস্থ মজনু বলেন, এলাকার ইউপি সদস্য সুলতান সরকারসহ কয়েকজনের সাথে আমার বাজারের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। আমার ধারনা তারা লোকজন দিয়ে আমার গাছগুলো কেটে ফেলেছে ।
এ ব্যাপারে ইউপি সদস্য সুলতান সরকার বলেন, মজনু জোরপূর্বক ইউনিয়ন পরিষদের জমি দখলের পায়তারা করছে। আমি বাধা দেওয়ার কারণে নিজেদের গাছ নিজেরাই কেটে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
একই গ্রামের বাসিন্দা নুর ইসলাম মনির বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু গাছ কাটা ঠিক হয়নি। যারা এ কাজ করেছে তাদের শাস্তি হওয়া দরকার।
এ ব্যাপরে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।