বাংলার কাগজ ডেস্ক : স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় আগামী জুলাই থেকে যোগ দেওয়া চাকরিজীবীদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছে অর্থ মন্ত্রণালয়। তারা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্ত হবেন। তবে সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আখ্যা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
শুক্রবার (২২ মার্চ) রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, প্রজ্ঞাপনে যেভাবে সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও এর অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। এ ধরনের বৈষম্য বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শিক্ষাদর্শনের চেতনা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন, এ প্রজ্ঞাপন সেই চেতনাকে অবজ্ঞা ও অবমাননা করার শামিল। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চরম হতাশ ও বিস্মিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা তীব্র উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এসআরও নং-৪৭-আইন/২০২৪ স্মারকের এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। আমরা বৈষম্যমূলক এই পরিকল্পনা বাতিল করে সরকারের সব স্তরের কর্মচারীদের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
এছাড়াও বিবৃতিতে আরও বলা হয়, আশা করি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নতুন করে কোনো আন্দোলনের পথে তারা ঠেলে দেবেন না। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সার্বজনীন পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।