1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

জীবনের কাছে হার মানছেন বৃদ্ধা রবিরন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক : ঈদ মানেই আনন্দ। আনন্দ উল্লাস সকল কিছুই যেনো হার মেনেছে শেরপুরের বৃদ্ধা রবিরনের (৭০) কাছে। যে সময়ে ঈদকে সামনে রেখে প্রতিটি গ্রাম ও মহল্লায় ঈদের আনন্দের আগাম জানান দিচ্ছিলো, সেই মূহুর্তেই অনাহারে থেকে জীবন বাঁচার তাগিদে এক মুঠো ভাতের আশায় রাস্তায় শুয়ে সাহায্যের জন্য আকুতি মিনতি করছিলেন অসুস্থ বয়োবৃদ্ধা রবিরন বেগম (৭০)। রবিরন শেরপুর সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে বসবাস করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চকপাড়া গ্রামের স্হায়ী বাসীন্দা স্ত্রী ও এক মেয়ে সন্তান রেখে মৃত্যু বরণ করেন কমল উদ্দিন। সাম্প্রতিকালে একমাত্র মেয়েটিও মৃত্যুবরণ করলে পুরো সংসারের আর কেউ না থাকায় একাই অতিকষ্টে দিনাতিপাত করে আসা অবস্হায় মৃত মেয়ের ঘরের একমাত্র ছেলে কাকন মিয়া (৩০) ঢাকায় একটি গার্মেন্টসের কর্মী হিসেবে তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই বসবাস করতো। নানীর রবিরন বেগমের এমন পরিস্থিতির খবরের কারনে তার নাতি কাকন স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে শেরপুর জেলার তার নিজ এলাকায় চলে আসেন। এসে দেখেন তার নানী প্যারালাইসিস্ রোগে আক্রান্ত হয়ে না খেয়ে ঘরে একাকাই পড়ে আছেন। কিন্তু একমাত্র নাতি কাকন মিয়া কোনো উপায় না দেখে একটি ভাড়ায় চালিত রিক্সা নিয়ে তার স্ত্রী, দুই সন্তান ও নানীকে নিয়ে ভাংগাচোরা একটি ঘরের মধ্য গাদাগাদি করে অতিকষ্টে অনাহারে-অর্ধাহারে বসবাস করে আসছিল।

কিন্তু আর্থিক সংকটের কারনে নানীর সু-চিকিৎসা করতে না পারায় শেষ পর্যন্ত নানীকে বাঁচানোর জন্য গত ৩ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানীকে রাস্তায় শুয়ে রেখে সাহায্যের হাত বাড়ান তার একমাত্র নাতি কাকন মিয়া। অনেকেই ৫-১০ টাকা করে দিলেও ওই সময়ে ওই ইউনিয়নের কোনো ধণাঢ্য ব্যক্তি ও কোনো জনপ্রতিনিধির সারা মেলেনি।

মানবিক কারনে মৃত্যুর সন্নিকটে থাকা রবিরনের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার। তার কাছে বিকাশে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে বলা হয়েছে 01996589982 এই নাম্বারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com