বাংলার কাগজ ডেস্ক : সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত ‘শরীফার গল্প’টি বাদ দেওয়ার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। একঈ সঙ্গে হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে সচেতনতামূলক কোনো গল্প নতুন করে লিখে বইয়ে সংযুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছে কমিটি।
পর্যালোচনা কমিটির তথ্য অনুযায়ী, ৩৭৪ শব্দের ওই গল্পের মধ্যে ১৯টি শব্দ সমাজব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আবার এই ১৯টি শব্দ বাদ দিলে গল্পটি আর পরিপূর্ণ থাকে না।
তাই তারা গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছেন।
পর্যালোচনা কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সম্প্রতি এসংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। ওই গল্পে আমরা কী কী অসংগতি পেয়েছি, কী কী সমস্যা পেয়েছি তা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি। এখন এই গল্পটি কী হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ নামে অধ্যায় রয়েছে। এ অধ্যায়ে বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প রয়েছে। গল্পটি মোট ৩৭৪ শব্দের। গল্পে বর্ণনায় একপর্যায়ে শরীফ থেকে শরীফা হওয়া ব্যক্তির বিবরণ উঠে আসে।পাঠ্য বইয়ের এ অংশ নিয়েই চলতি বছরের জানুয়ারি মাসে তুমুল বিতর্ক চলে দেশজুড়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিতর্কের সূচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। রাজধানীতে নতুন শিক্ষাক্রম নিয়ে এক আলোচনায় ‘সমকামিতার উসকানির’ অভিযোগ তুলে তিনি পাঠ্য বইয়ের ওই অংশের পাতা ছিঁড়ে ফেলেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়েই সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ। কমিটি প্রায় চার মাসের পর্যালোচনা শেষে সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত জানালে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।