নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটের শরণখোলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ২৬ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রায় ১৭ ঘন্টা একটানা তান্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। এতে উপজেলার রাজৈর গ্রামে ৩৫/১ পোল্ডারের নির্মাণাধীন স্লুইজ গেট ভেঙ্গে প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। রায়েন্দা বড়মাছুয়া ফেরীঘাটের সংযোগ সড়কের অস্তিত্ব নেই। পাশাপাশি ফেরীর স্টীল ব্রীজ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুর্ণিঝড় রেমালে উপজেলার ৪টি ইউনিয়নে ব্যাপক গাছপালা উপড়ে যাবার পাশাপাশি এ উপজেলা দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৮০ হাজার। ৬৫টি বাড়ি ঘর সম্পূর্ণ ও ১০৪০টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোন লোকজন নিখোঁজ কিংবা উদ্ধার হবার খবর পাওয়া যায়নি। বাগেরহাট-৪ আসনের সংসদ সদ্য এইচএম বদিউজ্জামান সোহাগ দূর্গত এলাকা পরিদর্শন করেছেন।
অন্যদিকে, দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা তান্ডব চালানো এ ঘুর্ণিঝড়ে সুন্দরবনে প্রায় ৭ থেকে ৮ ফুট জলোচ্ছাসে বনের দুবলার চর এলাকা প্লাবিত হওয়ায় স্রোতের টানে বন্যপ্রাণী ভেসে যাবার খবর পাওয়া গেছে। সুন্দরবনের বিভিন্ন খালে হরিণসহ বিভিন্ন প্রাণীর মরদেহ ভাসতে দেখেছেন জেলেরা।