বাংলার কাগজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।
পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বলেন, ‘তিনি নিখোঁজ হওয়ার ২২ দিন হয়ে গেল। তাতে মনে হচ্ছে ট্রলি ব্যাগটির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব।
তবে এখনো আমাদের কর্মকর্তারা তল্লাশি (নিউ টাউন এলাকায়) চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’
এমপি আনার কলকাতায় যান ১২ মে। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন তিনি।পরের দিন তাকে প্রলুব্ধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে নেওয়া হয়। এ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে হত্যা করা হয়। তাকে হত্যার সময় ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শিলাস্তি, শিমুল, তানভীর এবং তাদের সহযোগী জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী।জিহাদ হাওলাদার কলকাতায় গ্রেপ্তার রয়েছেন। সিয়াম নেপালে আটক আছেন। সিয়ামকে ফিরিয়ে আনতে গত শনিবার ঢাকা থেকে পুলিশের একটি তদন্তদল নেপালে যায়। গত সোমবার তারা দেশে ফিরলেও সিয়ামকে ফেরানোর বিষয়ে কোনো অগ্রগতির কথা জানাতে পারেননি ডিবিপ্রধান হারুন অর রশীদ।