1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

শরণখোলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শরণখোলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানা পুলিশ এর অফিসার ইনচার্জ এএইচ এমএ কামরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন ও ইমরান হোসেন রাজিব, আওয়ামী লীগ নেতা মেজবাহউদ্দিন খোকন, সাব্বির আহমেদ মুক্তা, এম ওয়াদুদ  আকন।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!