1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

জাহিদ মালেক-দীপু মনিসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা বাকিরা হলেন- জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক ও মেয়ে সিনথিয়া মালেক, দীপু মনির স্বামী তৌফিক নওয়াজ ও বড় ভাই জে আর ওয়াদুদ টিপু, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রূপা চৌধুরী, ছেলে ও সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, লিয়াকত শিকদার এবং তার স্ত্রী মাহমুদা আলী শিকদার।

এ ছাড়াও সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এবং টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করার নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের পিতা, মাতা ও স্বামীর নাম; জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখার সময় বাড়ানো হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। সাবেক মন্ত্রী দীপু মনিকে আজ সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। এ ছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গত বৃহস্পতিবার রাতে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com