বান্দরবান : পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিটি অংকনে বাঁধা দেয়া ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ সাত দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বান্দরবানে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগষ্ট) দুপুর ২টায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে স্থানীয় পুরাতন রাজার মাঠে জড়ো হতে থাকে হাজারো আদিবাসী শিক্ষার্থীরা। সেখান থেকে ‘বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
সমাবেশ শেষে ঐতিহ্যবাহী রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংঅং মার্মা, বম সোশাল এসোসিয়েশন সভাপতি জেমস্ বম, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি জন ত্রিপুরা, মংচশৈ মার্মা ও সাচিংনু মার্মা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাহাড়ে এক ধরনের শাসন, সমতলে এক ধরনের শাসন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী এই বৈষম্য আমরা মানতে পারি না। তাছাড়া সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে পাহাড়ে আঁকা গ্রাফিতি মুছে দেয়া এবং অঙ্কনে বাধা দেওয়া হচ্ছে। সমতলের শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের গ্রাফিতি আঁকতে পারলেও পাহাড়ি শিক্ষার্থীদের ওপর বাধা পাশাপাশি বেশ কয়েটি স্থানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। প্রয়োজনে অধিকার আদায় না হাওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুশিয়ারে দেন। অচিরে পাহাড়ে সেনা শাসন প্রত্যাহারসহ পাহাড়ে বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেয়ার দাবিও জানান তারা। এ সময় তাঁরা সাতটি দাবি জানায়।
দাবিগুলো হলো- ১। পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। ২। “আদিবাসী” সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ৩. গ্রাফিতি আঁকার স্বাধীনতা দিতে হবে। ৪। বম জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামে রাজবন্দী নারী ও শিশুসহ সকলকে নিঃশর্ত মুক্তি হবে। ৫। পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিকার আইন নিশ্চিত করতে হবে। ৬। ১৯০০ রিগুলেশন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৭। পর্যটনের নামে ভূমি বেদখল বন্ধ করতে হবে।