শেরপুর : জেলা বিএনপি’র নেতাদের পরামর্শ নিয়ে নতুন কমিটি করা হয়েছে মর্মে মৌখিকভাবে প্রচারণা দেওয়ার অভিযোগ ওঠায় বিষয়টি অবহিত নয় বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শেরপুর জেলা বিএনপি। গতকাল (২৭ আগস্ট) সোমবার রাতে জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হজরত আলীর যৌথ স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ আমরা কেউ অবগত নই। পরবর্তীতে সকল সাংবাদিকদের সাথে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে’ বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি’র নাম ভাঙিয়ে ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক মিলে নিজেরা বৈঠক করে ২২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করেন। এছাড়াও প্রেসক্লাব নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও তারা প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এমনকি জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হজরত আলীর পরামর্শ নিয়ে ওই কমিটি করা হয়েছে মর্মেও প্রকাশ করা হয়।
পরে এ নিয়ে জেলার অন্যান্য সংবাদকর্মীদের মাঝে প্রতিক্রিয়া শুরু হয়। কমিটির বাইরে থাকা শতাধিক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করেন। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের আশ্বস্ত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অবশ্য
এর আগে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা বিএনপি। যেখানে একতরফাভাবে করা প্রেসক্লাব কমিটি বিলুপ্ত করার কথা বলা হয়। তবে ওই বিজ্ঞপ্তিটি ভুলবশত করা হয়েছে বলে জানানো হয় জেলা বিএনপি’র পক্ষ থেকে।
এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হজরত আলী বলেন, আন্দোলনরত সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি, গণতান্ত্রিক উপায়ে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন না করে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কয়েকজন সাংবাদিক মিলে কমিটি গঠন করেছেন। এই কমিটি নিয়ে শেরপুর জেলার বহু সাংবাদিক আপত্তি জানালে বিএনপি প্রশ্নবিদ্ধ হয়। বিএনপি’র নাম করে তারা এ কমিটি করেছেন। তাই আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে একটি বিজ্ঞপ্তি দিয়েছি।
প্রেসক্লাব সূত্র জানায়, প্রেসক্লাব নিয়ে বিবাদমান দুটি গ্রুপের আদালতে মামলা থাকার পরও দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠনের নাম ভাঙিয়ে কতিপয় সাংবাদিক প্রেসক্লাবের তালা ভেঙে প্রবেশ করা এবং কমিটি গঠন করা আদালত অবমাননার শামিল।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে প্রথমে শেরপুরের তৎকালীণ সাংসদ আতিউর রহমান আতিক ও ২০২৪ সালে তৎকালীন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর রুমান এবং শেরপুর-৩ আসনের তৎকালীন সাংসদ এডিএম শহিদুল ইসলামের উপস্থিতিতে সরাসরি তাদের হস্তক্ষেপে শেরপুর প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়। ফলে তখন থেকেই সুবিধাভোগী ও বঞ্চিতদের পৃথক প্লাটফর্মের সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় ২১ আগস্ট বিএনপি নেতাদের পরামর্শ রয়েছে মর্মে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। যেসব ঘোষণার সাথে প্রেসক্লাবের উল্লেখযোগ্য সদস্যের সুষ্পষ্ট মতামত নেওয়া হয়নি।