1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

নালিতাবাড়ীতে বিক্রিত বালুর রয়েলিটি চাওয়ায় দ্বন্দ্ব: দুই পক্ষে আহত ৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : উত্তোলিত বালু বিক্রির পর ইজারাদারের পক্ষে রয়েলিটি চাওয়া নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষের জেরে উভয়পক্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। এরমধ্যে ইজারাদার পক্ষের গুরুতর ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়াস্থ শান্তির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর দুটি বালু মহাল কোটি টাকার উপরে দরপত্রের মাধ্যমে ইজারা দেয় জেলা প্রশাসন। গত ২৬ আগস্ট সোমবার বুরুঙ্গা এলাকায় মন্তাজ আলী নামে এক বালু ব্যবসায়ী এক ট্রাক বালু বিক্রি করেন। এসময় বিক্রিত বালুর রয়েলিটি আদায় করতে যান ইজারাদারের নিয়োগকৃত প্রতিনিধি মমিন। দাবীকৃত রয়েলিটি ৮ হাজার টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় মমিন ওই বালু বিক্রিতে বাধা দিয়ে চলে আসেন। এতে ক্রেতা বালু রেখে চলে গেলে লোড এবং আনলোডে বিক্রেতা মন্তাজের ৬ হাজার টাকা লোকসান হয়। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত এবং পরবর্তীতে দুইপক্ষের মাঝে পাল্টাপাল্টি মারধরের ঘটনাও ঘটে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দ্বন্দ্বের জেরে মন্তাজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শান্তির মোড় এলাকায় মমিনদের লোকেদের উপর হামলা চালায়। এসময় রক্তক্ষয়ী সংঘর্ষে মমিনদের পক্ষের আমিনুল ইসলাম (৪৫), সাইদুল ইসলাম (৪০), ইন্তাজ আলী (৬০), হামেদ আলী (৬৫) ও আবু হানিফ (৩২) গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে পাল্টা হামলায় মন্তাজের পক্ষের দুইজন আহত হলে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মমিন জানান, মন্তাজের পক্ষে ইসলাম মেম্বারের নির্দেশে মাজম আলী, হারুনসহ অন্তত ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের উপর হামলা করে। এসময় দুই জনকে কুপিয়ে রাস্তার পাশে ঝোপের আড়ালে ফেলে রাখা হয়।

বালু ব্যবসায়ী বাছির জানান, বালু কেনা নিয়ে মমিনের সাথে মন্তাজের তর্ক হয়েছিল। পরে বিষয়টি মিমাংসা করে দেওয়ার কথা জানিয়েছিলেন ইজারাদার। কিন্তু এর আগেই মন্তাজেরা মমিনদের উপর হামলা করেছে।

মমিনের ভাই সাইফুল ইসলাম জানান, বালু নিয়ে আমার ভাইকে তারা হুমকী দিয়েছে। সন্ধ্যায় আমরা বারমারী বাজারে ছিলাম। পরে খবর পাই, শান্তির মোড়ে এসে ইসলাম মেম্বার, মোন্তাজ, মাজম আলী ও হারুনরা মিলে কুপিয়ে ব্রিজের নিচে, বাঁশ ঝাড়ের নিচে কয়েকজনকে ফেলে রেখেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলাম মেম্বার জানান, আমরা আগে থেকেই বালু উত্তোলন করে আসছি, রয়েলিটি দিতে হয়নি। এখন ইজারা পেলেও কার্যাদেশ দেওয়া হয়নি বলে রয়েলিটি দেওয়া হয়নি। নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে তিনি জানান, রয়েলিটি চাওয়া নিয়ে দ্বন্দ্বে তারা আমাদের লোকেদের মারধর করে। পরে আমার নিষে না মেনে এলাকার ছেলেরা তাদের উপর পাল্টা হামলা করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com