1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

সাধারণ ছাত্র সেজে স্কুল কর্তৃপক্ষকে ৬ দফা আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিল যুবলীগ-ছাত্রলীগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সাধারণ ছাত্র সেজে বিদ্যালয়ে গিয়ে ৬ দফা দাবী জানিয়েছে যুবলীগ ও ছাত্রলীগসহ কতিপয় যুবক। শুুধু তাই নয়, ওইসব দাবী মানতে সময় বেধে দেওয়া হয়েছে ৭২ ঘন্টা। গত রোববার (২৫ আগস্ট) এমন ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ে।

সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী নয়াবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় সন্ধ্যা কোচিং সেন্টারের পরিচালক হাবিব ফরাজী, ছাত্রলীগ সদস্য শ্রাবণসহ কয়েকজন ছাত্রলীগ সদস্য মিলে গত রোববার বিদ্যালয় চলাকালীন সময়ে উপস্থিত হন। এসময় তারা শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে ৬দফা দাবী পাঠ করে শোনান এবং তা বাস্তবায়ন করতে ৭২ ঘন্টার সময় বেধে দেন।

এর আগে গত বুধবার (২১ আগস্ট) একই দাবী নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের পরামর্শ দেয় কয়েকজন যুবক। তারা নিজেদের সাধারণ ছাত্র পরিচয় দিয়ে বিদ্যালয় সংস্কারের হিসাবও দেখতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে।

এদিকে দেশে চলমান আন্দোলনের রেশ ধরে যুবলীগ, ছাত্রলীগ ও সাবেক ছাত্রদের এমন কর্মকাণ্ডে বিব্রত এবং ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। তারা বলছেন, অন্য কারও ইন্ধনে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতেই সাধারণ ছাত্রদের বেশে এমন কাণ্ড ঘটানো হয়েছে।

ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জানান, আমরা কারিকুলাম মেনে বিদ্যালয়ে পাঠদান চালিয়ে আসছি। কিন্তু সাধারণ শিক্ষার্থীর নামে কিছু সাবেক ছাত্র ও যুবলীগ ছাত্রলীগের কর্মীরা এসে তাদের মতো করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবী তুলে। এমনকি এসব দাবী মানতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দেয় তারা।

শিক্ষকরা অভিযোগ করে জানান, তারা যেসব দাবী তুলেছে তার অধিকাংশই আমরা মেনে চলি এবং কিছু প্রক্রিয়াধীন। তাছাড়া তারা আমাদের ছাত্রও নন, বহিরাগত। তাহলে আমাদের এখানে এসে কি করে তারা দফা দেয় এবং তা বাস্তবায়নে আল্টিমেটাম দেয়?

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি জানান, প্রথম যেদিন কয়েকজন এসে আমাদের কাছে কিছু প্রস্তবনা দেয়, সেদিন আমরা তাদের সেসব প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে প্রতিটি শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলিয়ে দেই। কিন্তু এরপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে আমাদের লিখিত ৬ দফা দাবী জানিয়ে আল্টিমেটাম দেয়। যাদের কেউই বর্তমানে আমাদের শিক্ষার্থী নয় এবং অনেকেই এখানে কখনোই পড়াশোনা করেনি। উপরন্তু দেশব্যাপী চলা সাধারণ ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল তাদের অবস্থান।

ওই বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক নাকিবুল হাসান জানান, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব ফরাজীর নেতৃত্বে তারা ৬ দফা দাবী পেশ করে ও ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। হাবিব ফরাজী স্থানীয় কোচিং সেন্টারের পরিচালক জানিয়ে তিনি বলেন, নিজের কোচিং সেন্টারকে প্রতিষ্ঠিত করতে স্কুল ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে।

এ বিষয়ে হাবিব ফরাজী বলেন, যারা দাবী নিয়ে স্কুল পরিদর্শনে গেছে তারা ওই বিদ্যালয়ের ছাত্র ছিল। এলাকার ভাই হিসেবে আমার কাছে এসে সাথে যেতে বলায় আমি সাথে যাই। এসব দফার সাথে আমি সরাসরি জড়িত নই।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, যে কারও কোন দাবী বা কোন বিষয়ে জানার থাকলে তা স্কুল কমিটির সভাপতির কাছে জানতে চাইবে। কিন্তু সাধারণ ছাত্রের বেশে যে কেউ চাইলেই বিদ্যালয়ে গিয়ে দফা দিতে পারে না, আল্টিমেটাম দিতে পারে না। স্কুলে গিয়ে এসব করা বেআইনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com