নালিতাবাড়ী (শেরপুর) : মাদক, ঘুষ বাণিজ্য ও নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মে সম্পৃক্ততার অভিযোগে ইউপি সদস্যের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন করেছেন ছাত্র-জনতা ও এলাকাবাসী।
শনিবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বাজারে আয়োজিত মানব বন্ধনে এ দাবী জানানো হয়। অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম আবুল হাশেম। তিনি বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।
এলাকাবাসী ও ছাত্র জনতার-ব্যানারে আয়োজিত মানব বন্ধনে অভিযোগ করা হয়, ১১নং বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম দীর্ঘদিন যাবত এলাকায় নারী কেলেঙ্কারী, সরকারী নানা সেবার প্রদানের ক্ষেত্রে ঘুষবাণিজ্য এবং মাদক ব্যবসা করে আসছে। হাশেম এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত এবং নারী কেলেঙ্কারীসহ মাদকের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, আবুল হাশেম এলাকার উঠতি যুবসমাজকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করে যুব সমাজ ধ্বংস করছেন বলেও অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
মানব বন্ধনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন- ফজলুল হক খোকা, জহরুল ইসলাম জুয়েল, লাল মিয়া ও দুদু মিয়া। পরে রোববার তারা অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।