শ্রীবরদী (শেরপুর) : দুর্নীতি, অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলার আসামী ২নং রাণীশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে গ্রেফতার ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাণীশিমুল ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানা বেগম, কল্পনা নাছরিন ও সাহিদা বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ বিভিন্ন সময় আমাদেরকে কু-প্রস্তাব দেন। তার কথায় রাজি না হওয়ায় আমাদেরকে অশ্লীল ভাষায় গালি গালাজ করেন।
এসময় তারা বলেন, আপনারা আমাদেরকে বাঁচান, রাণীশিমুল ইউনিয়ন পরিষদকে বাঁচান। এমন চরিত্রহীন চেয়ারম্যানের অপসারণ দাবী করছি।
ভূক্তভোগী আছমা খাতুন বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ আমাকে খাস জমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে আমার কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু জমি বন্দোবস্ত করে না দিয়ে টাকা আত্মসাত করেছেন। আমি টাকা চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ, চরিত্রহীন, সাধারণ মানুষের অর্থ আত্মসাতকারী ও হত্যা মামলার আসামী আব্দুল হামিদ সোহাগকে দ্রুত গ্রেফতার ও অপসারণ চাই।
এ বিষয়ে বক্তব্য নিতে গেলে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান আব্দুল হামিদকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনে কল দিলে তার স্ত্রী বিলকিস ফোন রিসিভ করেন।