শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষে দ্বন্দ্বে রাতের আঁধারে পরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুরের চক্রান্ত করা হয়েছে। এ নিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী পৌর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ওই মন্দির কমিটির সদস্যরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মন্দিরের জায়গা নিয়ে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার একপক্ষ গভীর রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিমাগুলো স্থানান্তরের জন্য একত্রিত করে ও পেট্রোল ছিটিয়ে রাখে। মূলত বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে অপরপক্ষ এ হীন অপচেষ্টা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
প্রকৃতপক্ষে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকাসহ উপজেলার সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রিতি অত্যন্ত সূদৃঢ় অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেতু সাহা, যুব ঐক্য পরিষদ শ্রীবরদী শাখার সভাপতি লিটন প্রসাদ রায়, পৌর ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রণব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি শ্রী রাজু ভাস্কও, সাধারণ সম্পাদক শ্রী বীরগুন রবিদাস, রিনা রানী রাজভর রায় সহ জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ। এসময় জেলা ও উপজেলার পর্যায়ের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।